বাংলাদেশে সংঘটিত গুম-খুনের বিষয়ে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে বক্তব্য চায় জাতিসংঘ। আর তা পাওয়া না গেলে মহাসচিবের কাছে বাংলাদেশের বক্তব্য ছাড়াই জমা দেয়া হবে বাৎসরিক প্রতিবেদন।
গত ২৭ জুন বাংলাদেশের স্থায়ী মিশনে লেখা চিঠিতে বলা হয়, নির্দিষ্ট তারিখের পরে বাংলাদেশ বক্তব্য দিলে তা গ্রহণ করা হবে না।
চিঠিতে আরো বলা হয়, জাতিসংঘের কাছে অভিযোগ আছে ভুক্তভেগীদের আত্মীয়দের এ নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় ভয় দেখানো হয়েছে। ২০২২ সালে মানবাধিকার সংগঠন অধিকারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের বিষয়ও উল্লেখ করা হয় চিঠিতে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল জোরপূর্বক কিংবা গুম হয়ে যাওয়া বিভিন্ন দেশের নাগরিকদের নিয়ে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে থাকে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2022 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh