বাড়লো বাসভাড়া, কোন পরিবহনের কত ভাড়া

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গতকাল শনিবার (৬ আগস্ট) রাতে বাড়তি বাসভাড়ার বিষয়টি নিশ্চিত করেছে বিআরটিএ। আজ রবিবার (৭ আগস্ট) সকাল থেকেই নতুন বাসভাড়া কার্যকর হয়েছে। যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। সরকারের নির্ধারিত ভাড়া থেকে অনেক জায়গায় বেশি ভাড়া আদায়েরও অভিযোগ উঠেছে।

জানা গেছে, গতকাল শনিবার দূরপাল্লার যানবাহনে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা এবং মহানগরে ৩৫ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা। শতাংশের হিসাবে দূরপাল্লার ভাড়া বেড়েছে ২২ শতাংশ। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ভাড়া বেড়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। ডিটিসিএর আওতাভুক্ত জেলাগুলোর ভাড়া বেড়েছে ১৭ শতাংশ।

গতকাল রাতে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট অংশীজনদের সাথে বিআরটিএ’র বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জাফরুল ইসলাম রাজধানীর বাসাবোর স্থানীয় বাসিন্দা। বাসাবো বিশ্বরোড থেকে প্রতিদিনই আসাদগেটে যাতায়াত করেন। তার অফিস আসাদগেটে। তিনি লাব্বাইক বা লাভলী বা স্বাধীন পরিবহনের বাসে চড়েন। তিনি বলেন, ‘আমার সকাল ৮টা অফিসে প্রবেশ করতে হয়। সকাল ৬টা ৪৫ মিনিটেও বাসাবো থেকে লাব্বাইক বা লাভলী পরিবহনের বাস পাওয়া যায় না। পাওয়া গেলেও বাসের গেটে ঝুলে যাতায়াত করতে হয়। 

তিনি আরো বলেন, এর মধ্যে বাসভাড়া বাড়ানোর পর আজ তো মৌচাক পর্যন্ত রিকশাযোগে এসে বাসে উঠতে হলো। বাসাবো থেকে মৌচাকের রিকশা ভাড়া সাধারণত ৪০ টাকা। বাস কম থাকায় সেই ভাড়া দিতে হয়েছে ৬০ টাকা। মৌচাক থেকে লাব্বাইকের একটি বাসে উঠেছি। এই বাসগুলো আবার সরকারি বিধিনিষেধের তোয়াক্কা না করে ‘ওয়েবিল’ অনুসারে ভাড়া নিয়ে থাকে। বাসাবো থেকে খামারবাড়ি পর্যন্ত আগে ভাড়া ছিলো ১০ টাকা, আজ তারা আদায় করছেন ১৫ টাকা। আবার খামারবাড়ি থেকে গাবতলী পর্যন্ত আগে ভাড়া ছিলো ১৫ টাকা। আজ ভাড়া নিলো ২০ টাকা। যে যাত্রী বাসাবো থেকে আসাদগেটে যাবেন তাকে গুনতে হয়েছে ৩৫ টাকা। ২৫ টাকার ভাড়া বেড়ে ৩৫ টাকা হলো। সরকারের বিধিনিষেধ কেউ তো মানছে না। সরকার বাসভাড়া বাড়ালে প্রতিবার এমনটাই হয়। সরকার বাড়ায় ২ টাকা আদৌতে বাড়ে ১০ টাকা। এ অরাজকতার কোন মানেই হয় না।

ভাড়া নিয়ে ভোগান্তির একই চিত্র বর্ণনা করলেন শরীফুল হাসান নামে আরেক যাত্রী। তিনি মালিবাগ থেকে তেজগাঁও রুটে যাতায়াত করেন। তিনিও জানালেন, শতকরা হিসেবে ৫০ শতাংশ বেশি ভাড়া আদায় করছে বাস কন্টেক্টাররা। মানুষের বেতন তো বাড়েনি। ব্যয় বাড়ছে হু হু করে। 

এর আগে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছিল, দূরপাল্লার বাসে (৫২ আসনের) প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া এক টাকা ৮০ পয়সা। ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বাড়ায় প্রতি কিলোমিটারে ২৯ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় দুই টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৬ দশমিক ২২ শতাংশ। সিটি এলাকায় (৫২ আসনের) বাসে প্রতি কিলোমিটারের যাত্রীপ্রতি ভাড়া দুই টাকা ১৫ পয়সা। প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বেড়ে এই ভাড়া হবে প্রায় দুই টাকা ৪৩ পয়সা। প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ছে ১৩ দশমিক ১৬ শতাংশ।

এছাড়া, লঞ্চে বর্তমানে প্রতি কিলোমিটারে যাত্রীপ্রতি ভাড়া দুই টাকা ১৯ পয়সা। প্রতি কিলোমিটারে ৪২ পয়সা বেড়ে এই ভাড়া হবে দুই টাকা ৬২ পয়সা। সে হিসাবে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়বে ১৯ দশমিক ১৮ শতাংশ।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ আগস্ট) ডিজেলের দাম প্রতি লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম প্রতি লিটারে ৪৬ টাকা এবং পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ায় সরকার। বর্ধিত দাম অনুযায়ী, এক লিটার ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, এক লিটার অকটেন ১৩৫ টাকা এবং প্রতি লিটার পেট্রলের দাম ১৩০ টাকা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //