করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ২২৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ২২৬ জন। আজ রবিবার (১৪ আগস্ট ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগের দিন, শনিবার (১৩ আগস্ট) ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদিকে করোনায় এখন পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৩১৩ জন এবং শনাক্ত ২০ লাখ ৮ হাজার ৮৭০ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৬টি নমুনা পরীক্ষার বিপরীতে প্রতি ১০০ জনে শনাক্তের হার ৪ দশমিক ৩২ শতাংশ। এদিন সুস্থ হয়েছেন ৪৭৯  জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ৫১ হাজার ৩২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ২৫২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ২২৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪৬ লাখ ৭৭ হাজার ২৪০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৪ দশমিক ৩২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৬৯ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ১৪ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৬ শতাংশ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //