বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘটনা দুর্ভাগ্যজনক: চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উদ্ভূত পরিস্থিতি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার এডমিরাল (অব.) মো. খুরশেদ আলমের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা বৈঠকের বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, বন্ধুদের মধ্যে যেমন নানা বিষয়ে আলোচনা হয়, আমরাও তেমন অনেক বিষয়ে কথা বলেছি। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। আন্তর্জাতিক নানা বিষয়ে সহযোগিতা প্রসঙ্গেও আলোচনা করেছি।

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে চীনের রাষ্ট্রদূত বলেন, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব খুরশেদ আলম আলোচনার সময় প্রসঙ্গটি তুলেছেন। বিষয়টি (সীমান্তের ঘটনাবলি) অত্যন্ত দুর্ভাগ্যজনক।

এর আগে, গত ১৯ ও ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় সীমান্ত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করেছিল। চীনের রাষ্ট্রদূতকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সেদিন উপস্থিত ছিলেন না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //