ডেঙ্গুতে আরো ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে। এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৯৯ জন রোগী।

আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৪৯১ জন ঢাকার এবং ঢাকার বাইরে ৪০৮ জন। আর এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৪৮০ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই আছেন ২ হাজার ২৫০ জন, আর বাকি এক হাজার ২৩০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ৮২২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখান থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৩১ হাজার ২১৯ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //