‘ডিক্যাব টক’-এ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক

‘রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনা অবশ্যই উদ্বেগের’

রাজনৈতিক সহিংসতায় হতাহতের ঘটনা অবশ্যই উদ্বেগের বলে মন্তব্য করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘ডিক্যাব টক’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি রেজাউল করিম লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ কে এম মঈনউদ্দিন। 

নির্বাচনকালীন সরকার নিয়ে জাতিসংঘ কোনো মধ্যস্থতা করবে কিনা- এমন প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, নির্বাচনে সম্পৃক্ত হওয়ার সিদ্ধান্ত জাতিসংঘের নেই। এটি আমাদের সিদ্ধান্ত নয়। এটি সরকারের সিদ্ধান্তের বিষয়। যদি সরকার কোনো সহযোগিতা চায় অথবা যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে আমাকে সুনির্দিষ্ট অনুরোধ করা হয়, তাহলে এ ক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের উদ্বেগের জায়গাগুলো তুলে ধরি। যেমন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সম্প্রতি তার প্রকাশিত প্রতিবেদনে রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এগুলো এড়াতে পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সংঘাত এড়িয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আহ্বান জানিয়েছেন। তবে এ মুহূর্তে জাতিসংঘের বাংলাদেশের নির্বাচন নিয়ে কোন সিদ্ধান্ত নেই।

ডিসেম্বরে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘের কোনো উদ্বেগ রয়েছে কিনা- জানতে চাইলে ঢাকার জাতিসংঘের প্রধান বলেন, আমার কাছে জানতে চাওয়া হয়েছে রাজনৈতিক সংঘাত ও মানুষের নিরাপত্তার বিষয়টি আমি কীভাবে দেখছি। গত মে মাসে বাংলাদেশে কাজে যোগ দেওয়ার পর থেকে রাজনৈতিক সহিংসতায় মানুষকে আহত ও নিহত হতে দেখেছি। আর এটি অবশ্যই উদ্বেগের। এ কারণেই সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি। কিভাবে রাজনৈতিক কার্যক্রমগুলো নিরাপদ করা যায় তা নিয়ে আলোচনা করেছি।

তিনি বলেন, প্রতিবাদ ও সমাবেশ গণতন্ত্রেরই অংশ। এগুলোকে সম্মান করতে হবে। যাতে কোনো রাজনৈতিক সংঘাত না ঘটে, সেজন্য আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানাই। যে কোনো সংকট উত্তরণে আলোচনার কোনো বিকল্প নেই। রাজনৈতিক সংকট সমাধানে আলোচনার মধ্যমে পথ খুঁজতে হবে।

রোহিঙ্গা ইস্যুতে এক প্রশ্নের জবাবে গোয়েন লুইস বলেন, জাতিসংঘ বিষয়টির গুরুত্ব ধরে রাখার চেষ্টা করছে। বৈশ্বিকভাবে অনেক ইস্যু প্রতিনিয়ত সামনে আসছে। আফগানিস্তান ইস্যুর পরপরই সামনে এলো ইউক্রেন ইস্যু। যা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সমস্যার সমাধান রাজনৈতিকভাবে করার পরামর্শ দিয়ে তিনি বলেন, রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরে যেতে হবে। সেটি অবশ্যই হতে হবে নিরাপদ এবং মর্যাদাপূর্ণ ভাবে। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে জাতিসংঘ কাজ করছে। জাতিসংঘ এ বিষয়ে সহযোগিতা করে যাবে। আমরা রোহিঙ্গা সমস্যার রাজনৈতিক সমাধান চাই।

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গোয়েন লুইস। বৈশ্বিক পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ চ্যালেঞ্জিং মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি খুব চ্যালেঞ্জিং। তাদের খাদ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //