‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী আর নেই

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী অনিতা চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। অনিতা চৌধুরী ‘স্কয়ার মাতা’ হিসেবে পরিচিত ছিলেন।

আজ রবিবার (১৩ নভেম্বর) দুপুর ১টা ৬ মিনিটে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

স্কয়ার গ্রুপের বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। একইসাথে তার মৃত্যুতে স্কয়ার পরিবার শোকাহত বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০১২ সালের ৫ জানুয়ারি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী। এরপর থেকে তার সহধর্মিণী অনিতা চৌধুরীই ছিলেন পরিবারের কমান্ড ইন চিফ। তিনি ‘স্কয়ার মাতা’ হিসেবে সুপরিচিত ছিলেন।

১৯৫৮ সালে ওষুধের ব্যবসা দিয়ে যাত্রা শুরু করা স্কয়ার গ্রুপের ব্যবসা এখন আটটি খাতে বিস্তৃত। স্বাস্থ্যসেবা, ভোগ্যপণ্য, বস্ত্র, মিডিয়া, টিভি ও তথ্যপ্রযুক্তি, নিরাপত্তা সেবা, ব্যাংক ও ইনস্যুরেন্স, হেলিকপ্টার ও কৃষিপণ্য খাত মিলিয়ে তাদের প্রতিষ্ঠানের সংখ্যা ২০টি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //