সরকার ১৭ লাখ টন চাল মজুদ করেছে: খাদ্যমন্ত্রী

বর্তমানে দেশে খাদ্যের সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন,  দেশে দুর্ভিক্ষের আশঙ্কা নেই, তারপরও আগাম প্রস্ততি হিসেবে সরকার ১৭ লাখ টন চাল মজুদ করেছে।

আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে ঢাকার ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের খাগাইল এলাকায় অমৃতপাল ভক্তের স্মৃতি স্বরণে ১৭৪তম বাৎসরিক মহোৎসবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এবার আমন মৌসুমে সরকার ব্যাপক ধান মজুদ করার সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারি ভাবে ১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এছাড়া রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া ও আর্জেন্টিনা থেকে সাত লাখ টন গম আমদানি করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার, এই সরকারের সময় দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে নানা মুখী ষড়যন্ত্র করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ, ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবিরসহ সংশ্লিষ্টরা।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //