চনপাড়ার ত্রাস বজলু গ্রেপ্তার

র‌্যাবের ওপর হামলার অভিযোগে নারায়ণগঞ্জের চনপাড়া এলাকার আলোচিত ইউপি সদস্য বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে তাকে উপজেলার পূর্বগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১।

বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ হত্যা মামলায় বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার তার নাম উঠে আসে।

র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৮ সেপ্টেম্বর র‌্যাবের ওপর হামলার অভিযোগে চনপাড়া এলাকার কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ বজলুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে শুধু রূপগঞ্জ থানাতেই হত্যা, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের চনপাড়া বস্তিতে ২৪ ঘণ্টা প্রকাশ্যেই বিক্রি হয় মাদক। সহজলভ্য হওয়ায় ঢাকাসহ আশপাশের এলাকা থেকে চনপাড়ায় ভিড় জমায় মাদকসেবীরা। বস্তির নটি ওয়ার্ডের অন্তত ১১৪টি স্পটে বিক্রি হয় মাদক। কয়েকশ মাদক কারবারিকে আশ্রয়প্রশ্রয় দেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের মাদক সম্রাট হিসেবে পরিচিত বজলুর রহমান।

বজলুর রহমান রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য এবং কায়েতপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের (চনপাড়া) সদস্য। একই সঙ্গে তিনি কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানও।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //