ধর্ষণ মামলা

বাধ্যতামূলক অবসরে উপসচিব রেজাউল

ধর্ষণ মামলার আসামি উপসচিব এ কে এম রেজাউল করিমকে এবার বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক রেজাউল করিম বিভাগীয় মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন বলে গতকাল মঙ্গলবার (২২ নভেম্বর) প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে।

গ্রন্থকেন্দ্রের পরিচালক থাকাকালে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধীনে দায়ের করা একটি মামলায় চার্জশিট দেওয়া হয়।

তাকে বরখাস্ত করা হয় ২০১৯ সালের ২৫ জুন।

প্রজ্ঞাপন অনুযায়ী তিনি বাদীকে মামলা তুলে নেওয়ার হুমকি দেন। পরে তার বিরুদ্ধে হুমকি ও শারীরিক নির্যাতনের অভিযোগে আরেকটি মামলা হয়।

জনপ্রশাসন মন্ত্রনালয় তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা শুরু করে এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তদন্ত কর্মকর্তা কারণ দর্শানোর নোটিশের সন্তোষজনক জবাব পাননি।

গত ১৪ আগস্ট মন্ত্রণালয় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয় এবং পাবলিক সার্ভিস কমিশনের মতামত চায়। কমিশন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সম্মত হয়।

এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো হলে তিনি বাধ্যতামূলক অবসরের অনুমোদন দেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //