কেরাণীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগার প্রস্তুত রাখার নির্দেশ

রাজধানীর অদূরে কেরাণীগঞ্জে অবস্থিত মহিলা কেন্দ্রীয় কারাগারটি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক।

গতকাল বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে আকস্মিক পরিদর্শন গিয়ে তিনি এ নির্দেশনা দেন। এসময় আইজি প্রিজন সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন।

জানা যায়, প্রায় দুই বছর আগে উদ্বোধন হওয়া মহিলা কেন্দ্রীয় কারাগারটি বন্দিবিহীন অবস্থায় পড়ে আছে। তাই পরিদর্শনে গিয়ে আইজি প্রিজন তা দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে বন্দিদের রাখার উপযোগী করতে নির্দেশ দেন।

পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ ও জেলার মাহবুবুল ইসলাম।

পরে জেলার মাহাবুবুল ইসলাম বলেন, মহিলা কারাগারটি গত দুই বছর আগে উদ্বোধন হলেও বন্দিদের রাখার নির্দেশনা ছিল না। এখন দ্রুত সেটাকে পরিষ্কার করার জন্য নির্দেশনা দিয়েছেন আইজি প্রিজন। নির্দেশনা অনুযায়ী ধোয়া-মোছার কাজ চলছে।

তিনি আরো বলেন, সেখানে ৩০০ মহিলা বন্দি রাখার ব্যবস্থা আছে। একটি ডে-কেয়ার সেন্টার, সাধারণ বন্দিদের ছয়তলা একটি ভবন ও সেলসহ অন্যান্য সুবিধা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //