নয়াপল্টনের ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশ না মেনে আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল বুধবার (৭ ডিসেম্বর) নেতাকর্মীরা জড়ো হতে থাকেন এবং পুলিশের সাথে দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।  এ ঘটনায় উদ্বেগ জানিয়ে এর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাস।

আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া বিবৃতে এ তথ্য জানানো হয়েছে। 

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এক বিশেষ অভিযানও চালায় ডিএমপি। এদিন এক ব্যক্তি নিহত এবং বিএনপির শতাধিক নেতাকর্মী ও অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন।

মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত পিটার হাসের বিবৃতি। ছবি: সংগৃহীত

এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পিটার হাস।

বিবৃতিতে বলা হয়েছে, ঢাকার পরিস্থিতি সম্পর্কে আমরা অবগত। তবে নিরাপত্তার স্বার্থে সকল ধরনের সহিংসতা বন্ধের আহবান জানানো হচ্ছে। এছাড়া শান্তিপূর্ণ সমাবেশে হয়রানি বন্ধেরও কথা হয়েছে। 

এ ঘটনায় সরকারের প্রতি আহবান জানিয়েছে মার্কিন রাষ্ট্রদূত আরো জানান, শান্তিপূর্ণভাবে আন্দোলন করার অধিকার সবারই রয়েছে। তবে সহিংসতার সঠিক তথ্য উদঘাটনে সরকারকে তদন্তে আহবান জানানো হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //