সাবেক অর্থ সচিব, সিএসপি কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা কফিলউদ্দিন মাহমুদের ১২তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার (৭ জানুয়ারি)।
কফিলউদ্দিন মাহমুদ ফেনীর জেলার পরশুরামে জন্মগ্রহণ করেন। ১৯৫০ সালে তিনি পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। দেশ স্বাধীনের পর তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, এশিয়ান উন্নয়ন ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কফিলউদ্দিন মাহমুদ মৃত্যুবার্ষিকী
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh