মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চালু ‘মনের বন্ধু’ অ্যাপ

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, মানসিক স্বাস্থ্যসেবা মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে ‘মনের বন্ধু’ অ্যাপ চালু করা হয়েছে। এ অ্যাপটি দেশের ১৭ কোটি মানুষের উপকারে আসবে।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত আইসিটি টাওয়ারের বিসিসি অডিটোরিয়ামে অ্যাপটি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

জুনাইদ আহমেদ পলক বলেন, মন যা চায়, তাই করতে হবে। মনের কথা শুনতে হবে। ‘মনের বন্ধু’ শব্দের মধ্যে একটা আবেগ আছে। মানসিক স্বাস্থ্যে আমাদের বিশ্বাস রাখতে হবে। পাশাপাশি আমাদের চিন্তা-চেতনাকে উন্নত করতে হবে, যা আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে।

তিনি বলেন, মানসিক অসুস্থতা মানেই পাগল নয়। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে। ‘মনের বন্ধু’ অ্যাপ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের কার্যক্রম সারাদেশে ছড়িয়ে গেছে। আশা করি, তা মানুষের মন ভালো রাখতে সাহায্য করবে। ‘মনের বন্ধু’ অ্যাপ ১৭ কোটি মানুষের উপকারে আসবে বলে আমার বিশ্বাস।

এদিন ‘মনের বন্ধু’ অ্যাপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তৌহিদা শিরোপা বলেন, মনের বন্ধু একটি মানসিক স্বাস্থ্য সেবাকেন্দ্র। ২০১৬ সাল থেকে সব ধরনের মানসিক, সামাজিক, পারিবারিক সমস্যা, সংকোচ ও দ্বিধায় মানসিক সেবা দিয়ে আসছে ‘মনের বন্ধু’। 

তিনি আরো বলেন, এ পর্যন্ত অভিজ্ঞ ও বিশেষজ্ঞ মনোবিদ ও স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে প্রায় ৩১ হাজার মানুষকে সরাসরি ও অনলাইন কাউন্সিলিং সেবা দিয়েছে ‘মনের বন্ধু’। পাশাপাশি গত পাঁচ বছরে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ ও সচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে ১২ লাখ মানুষকে মানসিক স্বাস্থ্যসেবা খাতের সঙ্গে যুক্ত করেছে। সেইসঙ্গে অনলাইনে ৪০ লাখ মানুষকে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে।

তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের পরিচালক মো. আলতাফ হোসেন বলেন, দেশ-বিদেশে ‘মনের বন্ধু’ আরও কাজ করবে। আইডিয়া প্রজেক্ট থেকে ফান্ড পেয়ে ‘মনের বন্ধু’ আজ এতদূর এসেছে। এটি আমাদের জন্য গর্বের। আমরা চাই, তারা আমাদের সঙ্গে সবসময় কাজ করবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //