রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে আরো ৩২ জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে ১৫ জন ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন এবং বাকি ১৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সারাদেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ডেঙ্গুজ্বরে আক্রান্ত ১৬৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ৫২ জন ঢাকার মধ্যে এবং ১১৩ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
সরকারি প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মোট ৩২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৫৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৬৭ জন ডেঙ্গুরোগী।
অন্যদিকে, চিকিৎসা শেষে ১৫৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এদের মধ্যে ১০২ জন ঢাকার বাসিন্দা, বাকি ৫৩ জন ঢাকার বাইরের অন্যান্য জেলার বাসিন্দা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ডেঙ্গু স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh