রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরো ১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ভর্তি হয়েছেন ছয় জন এবং ঢাকার বাইরে ১০ জন। একইসময়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৭৫ জন এবং ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৩৫ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৪০ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এ পর্যন্ত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫৪ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ২১৫ জন। ঢাকার বাইরে ভর্তি রোগী ২৩৯ জন। চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়প্রাপ্ত ৩৭৪ জন বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকায় ১৭৮ জন, ঢাকার বাইরে ১৯৬ জন।
উল্লেখ্য, চলতি বছরে এ পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ডেঙ্গু হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তর
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh