পাতালরেল নির্মাণের উদ্বোধন

প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে জনতার ঢল

পাতালরেলের উদ্বোধন শেষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিতব্য সভার স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এক নজর দেখতে জনতার ঢল নেমে এসেছে। প্রধানমন্ত্রীর সফর কেন্দ্র করে এখন লোকে লোকারণ্য রূপগঞ্জের সমাবেশস্থল। এদিকে জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও একের পর এক মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে যোগ দিচ্ছেন।

উল্লেখ্য, রূপগঞ্জের পূর্বাচল সেক্টর-৪ এ আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পাতালরেলের ডিপো ও লাইন নির্মাণ কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে সেখানেই সুধী সমাবেশে ভাষণ দেবেন তিনি।

এই সমাবেশ কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সমাবেশস্থলে যোগ দিচ্ছেন। নেতাকর্মীদের পরনে রঙিন টি-শার্ট। সঙ্গে রয়েছে ঢাকঢোল ও বুবুজেলা। সবমিলিয়ে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রধানমন্ত্রীর আগমন কেন্দ্র করে রূপগঞ্জের পূর্বাচলে সেক্টর-৪ এ বিশাল মঞ্চ বানানো হয়েছে। সেই সঙ্গে মঞ্চের চারদিকে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পাশাপাশি তোরণ, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো এলাকা।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন কেন্দ্র করে এলাকাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য এলাকাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা আশা করছি, দেড় লাখের বেশি লোক সমাবেশে উপস্থিত হবেন। এজন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, আমাদের শতভাগ প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফের সঙ্গে সমন্বয় করে পুরো এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //