গণতন্ত্র সূচকে বাংলাদেশের অগ্রগতি

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশিত ‘গণতন্ত্র সূচক ২০২২’-এ বাংলাদেশের অগ্রগতি হয়েছে। প্রকাশিত ওই প্রতিবেদনে দেখা যায়, গণতন্ত্র সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়েছে। বর্তমানে এই সূচকে ৭৩তম স্থানে রয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চল নিয়ে এবারের সূচক তৈরি করা হয়েছে। সূচকে ১০ এর মধ্যে বাংলাদেশের স্কোর ৫ দশমিক ৯৯।

এর আগে ২০২১ সালের সূচকে ৭৫তম স্থানে ছিল বাংলাদেশ। তখন স্কোর ছিল পাঁচ দশমিক ৯৯। ২০২০ সালের সূচকেও একই স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল ৭৬তম।

নির্বাচনী প্রক্রিয়া ও বহুত্ববাদ, সরকারের কার্যকারিতা, রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংস্কৃতি ও নাগরিক স্বাধীনতা এই পাঁচটি বিষয়ের আলোকে গণতন্ত্রের অবস্থা মূল্যায়ন করে তালিকাটি তৈরি করা হয়েছে। সূচকে দেশ ও অঞ্চলগুলোকে পূর্ণ গণতন্ত্র, ত্রুটিপূর্ণ গণতন্ত্র, হাইব্রিড শাসনব্যবস্থা ও কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা এই চারটি বিভাগে ভাগ করা হয়েছে।

গত কয়েকবারের মতো এবারও বাংলাদেশ হাইব্রিড শাসনব্যবস্থা বিভাগেই রয়েছে। ১০ এর মধ্যে যেসব দেশের স্কোর ৪ থেকে ৬-এর মধ্যে, তারাই এই বিভাগে স্থান পেয়েছে। এই বিভাগে সবার ওপরে রয়েছে বাংলাদেশ। সবার নিচে মৌরিতানিয়া।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //