নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৯ পিএম
আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৩ পিএম
শুধু আকাশ নয় আমরা পাতালেও যাচ্ছি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশে মেট্রোরেলের উদ্বোধন করা হয়েছে। এখন পাতালরেলের নির্মাণ কাজ চলছে। সব বাধা পেরিয়ে আমরা রেলকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করেছি। ২০২৩ সালের মধ্যে ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন হবে।’
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথসহ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নির্মাণ হওয়া ৬৯.২০ কিলোমিটার রেলপথ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে রেল নিতে যমুনা সেতুতে রেল সংযোগ করে দেওয়া হয়েছিল। এখন সেখানে আলাদা সেতু হচ্ছে। এতে সড়ক ও রেল উভয়ই ভালোভাবে চলতে পারবে।’
তিনি বলেন, ‘পর্যটন নগরী কক্সবাজারে রেললাইনের কাজ প্রায় শেষ। সেখানে আন্তর্জাতিক মানের রেলস্টেশন নির্মাণ করা হচ্ছে। খুব দ্রুতই সেটি উদ্বোধন করা হবে। খুলনা-মোংলা রেললাইন খালেদা জিয়ার আমলে বন্ধ করে দেয়া হয়। আমরা সেটি চালু করছি। এখন প্রায় সব জায়গায় ডাবল রেল লাইন নির্মাণ করা হচ্ছে।’
শেখ হাসিনা বলেন, ‘মেট্রোরেলের কথা একটা সময় মানুষ চিন্তাও করতে পারতো না, এখন মানুষ প্রতিদিনই উঠছে। মাত্র ১০ মিনিটে আগারগাঁও থেকে উত্তরা যেতে পারছে। এ মাসের মধ্যে আরও কিছু স্টেশন চালু করা হবে। তখন মানুষ এ সেবা পাবে।’
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পাতালরেল মেট্রোরেল রেলপথ যোগাযোগ ব্যবস্থা শেখ হাসিনা
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh