আর্থিক নয়, এই মুহূর্তে বাংলাদেশের কাছে মানবিক সহায়তা চায় তুরস্ক। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, ভূমিকম্পে বাংলাদেশ থেকে খাদ্য ও ওষুধসামগ্রী সহায়তা চায় আঙ্কারা। তবে নগদ কোনো অর্থ সহায়তা নেবে না তার দেশ।
এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তুরস্কে ভূমিকম্পে আটকে পড়া একুশ বাংলাদেশিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।
তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যু হয়।
এ ঘটনায় জাতীয় পতাকা অর্ধনমিত রেখে বাংলাদেশ যেভাবে শোক পালন করেছে তাতে তুরস্ক চিরকৃতজ্ঞ।
ভূমিকম্পের সার্বিক অবস্থা তুলে ধরতে বৃহস্পতিবার ঢাকায় নিজ দূতাবাসে সংবাদ সম্মেলনে এ কথা জানান দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। তিনি বলেন, এ ঘটনার পর বাংলাদেশ সরকার দ্রুত সাড়া দিয়ে সহায়তা পাঠিয়েছে।
তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেন, আমাদেরকে শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারে বাংলাদেশ। ঢাকায় তার্কিশ এজেন্সির মাধ্যমে এসব সহায়তা নেওয়া হবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে। আপাতত কোনো নগদ অর্থ সহায়তা নেওয়া হবে না। কেননা এখানে আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা সৃষ্টি হবে।
এ সময় তার্কির রাষ্ট্রদূত আরও জানান, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের সাবেক রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক ভূমিকম্পের পর থেকে নিখোঁজ রয়েছেন। জরুরি এ পরিস্থিতি মোকাবোলায় দক্ষ উদ্ধার কর্মীর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে অনেক স্বেচ্ছাসেবী উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে। কিন্তু আমাদের এখন প্রয়োজন দক্ষ উদ্ধারকর্মীর। এক্ষেত্রে আমার সরকার আগ্রহীদের ব্যয়ভার বহন করে দূর্গত এলাকায় নিয়ে যেতে প্রস্তুত।
এদিকে, দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মহাপরিচালক (জনকূটনীতি) সেহেলী সাবরীন জানান, তুরস্কে ভূমিকম্পের পর থেকে সেদেশে দুুটি হটলাইন সেবা চালু করা হয়েছে।
তিনি আরও জানান, তুরস্কের মতো সিরিয়ায়ও বাংলাদেশের উদ্ধারকারী দল ও মেডিক্যাল টিম পাঠানো হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : তুরস্কে ভূমিকম্প তুরস্ক-বাংলাদেশ ত্রাণ ভূমিকম্প
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh