রাষ্ট্রপতি হতে যাওয়া সাহাবুদ্দিন চুপ্পু যা বললেন

মো. সাহাবুদ্দিন চুপ্পু দেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন এটি প্রায় নিশ্চিত। আজ রবিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম দাখিল করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তারপর থেকেই নতুন রাষ্ট্রপতির নাম জানার অপেক্ষার পালা শেষ হয়।

এদিন নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়ার পর মো. সাহাবুদ্দিন চুপ্পু বলেন, ‘এখন কোনো প্রতিক্রিয়া নেই। সবকিছুই আল্লাহর ইচ্ছা।’

উল্লেখ্য, তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং ১৯৭৪ সালে পাবনা জেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 

১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। ১৯৯৫ সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব হিসেবে নির্বাচিত হন। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন মন্ত্রণালয় কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। 

বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন।

২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন চুপ্‌পু দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //