৯৯৯ নম্বরে ফোন করে জঙ্গির আত্মসমর্পণ

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে জঙ্গি আস্তানা থেকে পালিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে আত্মসমর্পণে ইচ্ছুক সেই যুবককে (২৬) উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে ফোন করেন ওই যুবক। পরে পুলিশ কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করে রাজধানীর উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে জানান। দুপুরের দিকে উত্তরখান থানা এলাকায় ওই যুবককে উদ্ধার করেন উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ।

জানা যায়, গত বছরের ২৭ ডিসেম্বর হিজরতের উদ্দেশ্যে কুমিল্লার গ্রামের বাড়ি থেকে টাকা চুরি করে আনসার আল ইসলাম ফিল হিন্দাল শারক্বীয়া’য় যোগ দেওয়ার জন্য ঘর ছাড়েন এক যুবক। এরপর তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায়, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে অবস্থান করেন। প্রশিক্ষণের জন্য তাদের যাওয়ার কথা ছিলো কক্সবাজার। কিন্তু এরইমধ্যে ওই যুবক নিজের ভুল বুঝতে পেরে আস্তানা থেকে পালিয়ে যান।

পরে তিনি উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির নিকট আশ্রয় নিয়ে স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা প্রকাশ করে ৯৯৯ নম্বরে কল দেন। কিন্তু তার ভয় ছিলো একথা জানতে পারলে বা তার দলের সদস্যদের হাতে ধরা পড়লে হত্যার শিকার হতে পারেন তিনি। তাই জরুরি জাতীয় সেবা নম্বরে ফোন করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন ওই যুবক।

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মজিদ গণমাধ্যমকে জানান, স্বাভাবিক জীবনে ফেরার ইচ্ছা প্রকাশ করা ওই যুবককে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //