নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৮ পিএম
আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩১ পিএম
গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোট ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ঢাকায় ৩ জন এবং ঢাকার বাইরে ৭ জন রয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত সর্বমোট ৩৬ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রোগী ২১ জন।
১ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছে ৬২৯ জন। এদের মধ্যে ঢাকায় ২৯৮ জন এবং ঢাকার বাইরে ৩৩১ জন। এ সময়ে মৃত্যু হয়েছে ৮ জনের।
এ ছাড়া ডেঙ্গু রোগে আক্রান্ত ৬২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।_বাসস
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ডেঙ্গু মৃত্যু স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh