দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ডেঙ্গু আক্রান্ত সবাই ঢাকার মধ্যে রয়েছেন।
বর্তমানে সারাদেশে ২২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরে সাতজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৮০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৯৩ জন এবং ঢাকার বাইরে ৪০৭ জন রয়েছেন।
একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৭৬৯ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৭২ জন এবং ঢাকার বাইরে ৩৯৭ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh