সাংবাদিক আটকের ঘটনায় বিশ্বের ১২ ক্ষমতাধর দেশের উদ্বেগ

বাংলাদেশে সাংবাদিকদের হয়রানি ও আটকসহ সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ক্ষমতাধর ১২টি দেশ উদ্বেগ জানিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি) বাংলাদেশের পক্ষে ওই ১২ দেশের ঢাকা মিশন এক বিবৃতিতে এ উদ্বেগ জানায়।

বিবৃতি বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন (এমএফসি)-এর নিম্ন স্বাক্ষরকারী সদস্যদেশসমূহ সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে উদ্বিগ্ন।’

আরও বলা হয়েছে, ‘সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্বাচনের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকদের ওপর সহিংসতা, আল জাজিরার লন্ডনভিত্তিক সাংবাদিকের ভাইয়ের ওপর হামলা, ঢাকা ট্রিবিউনের আলোকচিত্র সাংবাদিকের ওপর হামলা এবং সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক আটকের খবরে আমরা অনেক উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এর প্রতিটি ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্তের অনুরোধ জানাচ্ছি।’

বিবৃতিতে স্বাক্ষর করা দেশগুলো হচ্ছে- অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //