নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৩, ১০:৫৬ পিএম
আপডেট: ০৩ এপ্রিল ২০২৩, ১০:৫৭ পিএম
পদ্মা সেতুতে রেল চলাচলের কাজ এগিয়ে চলছে দ্রুতগতিতে। সেতুর মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত টানা ৪২ কিলোমিটার রেলপথ বর্তমানে দৃশ্যমান হয়ে উঠেছে।
আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) প্রথমবারের মতো এই পুরো পথে চালানো হবে গ্যাংকার।
প্রকল্প সূত্র জানায়, রেললাইনে এখনও ওয়েল্ডিংয়ের কাজ চলছে। ফলে গ্যাংকার খুব আস্তে চালাতে হবে। যতটুকু পথে রেললাইন বসেছে তাতে ট্রেন চলতে অন্তত আরও তিন মাস লাগবে ।
রেল প্রকল্পের অধীন প্রথমে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালানো হবে। এই রেলপথ চালু হলে আরও ছয়টি রেলপথের সঙ্গে যুক্ত করা শুরু হবে। প্রাথমিক ভাবনায় রাজবাড়ী, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গার দর্শনা, যশোরের বেনাপোল, খুলনা, রাজশাহীর ট্রেনও এই পথে চালানোর চিন্তা আছে।
গ্যাংকার চালানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন গণমাধ্যমকে বলেন, ৪২ কিলোমিটার পথে গ্যাংকার চালানোর পরিকল্পনা আছে। এদিকে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রেললাইন বসানো হয়েছে।
পদ্মার এ রেল সংযোগ প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলা দিয়ে যশোরের সঙ্গে রেল নেটওয়ার্ক যুক্ত হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : পদ্মা সেতু রেল সংযোগ গ্যাংকার মাওয়া ফরিদপুর
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh