গোপালগঞ্জের পতিত জমির শাকসবজি ও ফলমূল গণভবনে

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালিপাড়া উপজেলায় পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে আনা হয়েছে। আজ বুধবার (৫ এপ্রিল) সকালে গণভবনে সেই শাকসবজি ও ফলমূল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে প্রধানমন্ত্রী উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি সংযুক্ত করে দেওয়া এক পোস্ট এসব তথ্য জানান।

পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ফলমূল গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

তিনি লিখেন, ‌‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ০৫ এপ্রিল ২০২৩ বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর নেওয়া বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ফলমূল গণভবনে আনা হলে পরিদর্শন করেন।’

এর আগে, গত ৭ জানুয়ারি (শনিবার) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলে পৈতৃক জমি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮-৯ মাসই পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করে এসব জমি চাষ উপযোগী করে তোলার ব্যাপারে নির্দেশনা দেন সরকারপ্রধান।

পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ফলমূল গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

এসময় প্রধানমন্ত্রী সারাদেশের সব অনাবাদি পতিত জমিতে চাষাবাদের জন্য দেশবাসীকে আহ্বান জানান। সকলের উদ্দেশ্যে তিনি বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।

পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ফলমূল গণভবনে আনা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //