‘নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে নীতিচ্যুত হবে না বাংলাদেশ’

একটি নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে বাংলাদেশ কখনই তার ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বিদ্বেষ নয়’ নীতি থেকে বিচ্যুত হবে না।

আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

তিনি বলেন, অর্থনীতি এবং উন্নয়নকে কেন্দ্রে রেখে, মন্ত্রণালয় ইন্দো-প্যাসিফিক সম্পর্কিত প্রত্যাশা এবং অগ্রাধিকার সংক্রান্ত একটি কাঠামোর উপর কাজ করছে।

সেহেলী সাবরীন বলেন, তারা সবাইকে আশ্বস্ত করতে পারেন যে বাংলাদেশ শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভূ-রাজনৈতিক অধ্যায়ের প্রতি দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

তিনি বলেন, ‘বাংলাদেশ কারো দিকে ঝুঁকে পড়ছে না বা সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারো প্রতি বিদ্বেষ নয়’ এর মূল নীতি থেকে বিচ্যুত হচ্ছে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে নিজস্ব অর্থনৈতিক স্বার্থ উন্নয়ন, জীবন-জীবিকা এবং জনগণের মান উন্নয়ন।

তিনি বলেন, নিঃসন্দেহে এগুলো বঙ্গোপসাগরের মধ্য দিয়ে বিনামূল্যে, উন্মুক্ত এবং অন্তর্ভুক্তিমূলক বাণিজ্যিক শিপিং কার্যক্রমের উপর নির্ভর করে।

মুখপাত্র বলেন, বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্য রুটের পাশে বসে থাকা একটি উপকূলীয় দেশ হিসেবে বাংলাদেশ সমুদ্র ও সংযুক্ত মহাসাগরে ভূ-রাজনৈতিক উন্নয়নের ব্যাপারে উদাসীন থাকবে বলে আশা করা যায় না।

তিস্তার খাল খননের বিষয়ে ভারতকে দেওয়া বাংলাদেশের চিঠির জবাব মিলেছে কিনা জানতে চাইলে মুখপাত্র জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া কূটনৈতিক পত্রের (নোট অব ভারবাল) জবাব এখনো দেয়নি ভারত।

র‌্যাব নিয়ে ডয়েচে ভেলে ও নেত্রনিউজের প্রতিবেদনের প্রসঙ্গে তিনি বলেন, র‌্যাব দেশের নিরাপত্তার স্বার্থে কাজ করে। কোনো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য র‌্যাবকে ব্যবহার করা হচ্ছে না। এ ব্যাপারে আমরা নিশ্চিত।

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটদানে বাংলাদেশের বিরত থাকার ব্যাখ্যায় সেহেলী বলেন, যখনই জাতিসংঘে কান্ট্রি বেসিস ভোটের ভিত্তিতে নির্দিষ্ট রেজুলেশন হয়, তখন বাংলাদেশ সাধারণত ভোটদানে বিরত থাকে। কারণ ইউক্রেন এবং রাশিয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তাই রেজ্যুলেশনে কী আছে তা পরীক্ষা করে আমরা মতামত জানাব।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভিসা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশিদের বিষয়ে এখনও আনুষ্ঠানিক তথ্য দেয়নি সৌদি আরব। ভিসা বাণিজ্যে গ্রেপ্তার আট বাংলাদেশির মধ্যে ছয়জনের পরিচয় আমরা জানতে পেরেছি। তাদের পরিবার থেকেও এ ব্যাপারে যোগাযোগ করেনি। সৌদির পক্ষ থেকে তথ্য পেলে পরবর্তী ব্যবস্থা নেবে বাংলাদেশ।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরকারের কাজ চলমান রয়েছে জানিয়ে তিনি রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিশ্চিত করতে জাতিসংঘকে আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আরেক প্রশ্নের জবাবে সেহেলী সাবরীন বলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তারের ইস্যুটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়। বিষয়টি তাদের (যুক্তরাষ্ট্রের) আদালতে বিচারাধীন। তাই এ নিয়ে বাংলাদেশের কোনো মন্তব্য করা সমীচীন হবে না।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //