ক্ষুধা ও দারিদ্র্যতার কারণে ঘর ছেড়েছে দেশের মোট পথশিশুদের মধ্যে ৩৭ দশমিক ৮ শতাংশ। এমনটাই জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।
আজ সোমবার (১০ এপ্রিল) পথশিশু জরিপ ২০২২ এর প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। জরিপের ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে। জরিপে বলা হয়, ১৫ দশমিক ৪ শতাংশ পথশিশু বাবা মায়ের আবাসন পরিবর্তনের কারণে ঘর ছেড়েছে।
সাত হাজার দুইশ পথশিশুর ওপর করা এই জরিপে দেখা যায়, কাজ খুঁজতে গিয়ে ১২ দশমিক ১ শতাংশ পথশিশু ঘর ছেড়েছে। এর মধ্যে রয়েছে অভিভাবকহীন পথশিশু ৫ শতাংশ। যেখানে বাড়ি ছেড়ে পালিয়েছে ৩ দশমিক ৬ শতাংশ।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh