নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ০৪:২৪ পিএম
আপডেট: ১২ এপ্রিল ২০২৩, ০৪:২৪ পিএম
ঈদের সময় মোটরসাইকেল আরোহীদের পদ্মা নদী পারাপারে মাওয়া ঘাটে ফেরির ব্যবস্থা রাখবে সরকার।
আজ বুধবার (১২ এপ্রিল) সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অ্যালাও করছি না। পদ্মা দিয়ে যারা মোটরসাইকেল নিয়ে চলাচল করবেন, তাদের মোটরসাইকেল পারাপার করতে মাওয়া ঘাটে ডেডিকেটেড ফেরি রাখা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, ঈদের সময় যানবাহনগুলোর গতি যেন বাধাগ্রস্ত না হয় সে জন্য যেসব গাড়ির বিরুদ্ধে আগে থেকে তথ্য রয়েছে সেগুলো ছাড়া অন্য কোনো যানবাহন আটকানো হবে না
তিনি বলেন, ঈদের তিন দিন আগ থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেল মহাসড়কে চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে নির্মাণসামগ্রী বহনকারী ট্রাক এবং লং ভেহিকেলগুলো চলাচল করতে পারবে।
তবে নির্মাণসামগ্রী ছাড়া অন্যান্য মালামাল বহনকারী ট্রাক ঈদের আগে চলাচল করতে পারবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh