দেশের বিত্তশালীদের দরিদ্রদের পাশে দাঁড়ানো আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, সবাইকে নিয়ে ঈদ উদযাপনই প্রকৃত আনন্দ।
আজ শনিবার (২২ এপ্রিল) বঙ্গভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, সরকার মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে চলেছে। তাই ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারেন, সে জন্য দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সমাজের সচ্ছল ও বিত্তবানদের প্রতি আহ্বান জানাই।
তিনি বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ আমাদের একটি সর্বজনীন উৎসব। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রাম-গঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে। সব ভেদাভেদ ভুলে এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। এটাই প্রকৃত আনন্দ।
এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঈদুল ফিতর মো. আবদুল হামিদ বঙ্গভবন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh