সপরিবারে বঙ্গভবনে উঠলেন নতুন রাষ্ট্রপতি

সপরিবারে বঙ্গভবনে উঠেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে স্ত্রী ড. রেবেকা সুলতানাকে নিয়ে বঙ্গভবনে পৌঁছান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান। সোমবার বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন সাহাবুদ্দিন। শপথের পর তিনি গুলশানে নিজের বাসায় চলে যান। রাতে বঙ্গভবনে গিয়ে নতুন রাষ্ট্রপতি তার অফিস কক্ষে বসেন।

দুপুর দেড়টার দিকে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে রাজকীয় বিদায় জানান বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন সাহাবুদ্দিন। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ২১ মেয়াদে এই পদে কয়েকজন একাধিকবার নির্বাচিত হয়েছেন। সেই হিসাবে সাহাবুদ্দিন সপ্তদশ ব্যক্তি যিনি এ দায়িত্ব নিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //