দ্রুতগতিতে আগাচ্ছে মোখা, রাতেই আঘাত হানতে পারে

ঘূর্ণিঝড় ‘মোখা’ দ্রুতগতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। যা আজ রাত ১২টা থেকে আগামীকাল রবিবার সকাল ১০টার মধ্যেই সেন্টমার্টিন দ্বীপে ঘণ্টায় ১৯০ থেকে ২১০ কিলোমিটার গতিতে আঘাত করার প্রবল সম্ভাবনা সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (১৩ মে) রাতে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত রিয়েল টাইম চিত্র ও আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন টাইফুন ওয়ার্নিং সেন্টার হতে প্রাপ্ত তথ্য বিশ্নেষণ করে এই পূর্বাভাস তৈরি করা হয়েছে। 

মোস্তফা কামাল পলাশ বলেন, ঘূর্ণিঝড় ‘মোখা’ তার জীবদ্দশায় সর্বোচ্চ গতি অর্জন করতে যাচ্ছে আজ রাত ১২টার মধ্যে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে স্পষ্টত চোখ সৃষ্টি হয়েছে ও প্রচণ্ড ঘূর্ণন সৃষ্টি হয়েছে ঠিক লন্ড্রি মেশিন যেমন করে শেষের কয়েক মিনিট ঘুরতে থাকে কাপড় ধোয়ার সময় বন্ধ হওয়ার পূর্বে। ঠিক একই ঘটনা ঘটছে ঘূর্ণিঝড় মোখার ক্ষেত্রে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //