ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর সৈয়দপুরগামী এয়ার অ্যাস্ট্রার একটি ফ্লাইট যশোর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
গতকাল রবিবার (২১ মে) রাত ৯টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যশোর বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। তবে ওই সময় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল ফ্লাইটটির।
সৈয়দপুর বিমানবন্দর সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে এই অঞ্চলের আকাশ মেঘলা হয়। ঘনঘন বিদ্যুৎ চমকানো ও হাল্কা বৃষ্টি থাকায় এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটটি যশোরে জরুরি অবতরণ করে।
সৈয়দপুর বিমানবন্দরে স্টেশন ম্যানেজার সুপ্লব ঘোষ বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইটটি যশোর বিমানবন্দরে অবতরণ করেছে। কতজন যাত্রী ছিল তা এই মুহূর্তে বলতে পারছি না। পরে জানাতে পারব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : এয়ার অ্যাস্ট্রা যশোর বিমান নীলফামারী আবহাওয়া
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh