মে মাসে সড়কে ঝরেছে ৪৯৬ প্রাণ

চলতি বছরের মে মাসে ৪৯৬টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে ৭৬৯ জন।একই সময়ে রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৭ জন। নৌ-পথে ১৮টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ৮ জন এবং নিখোঁজ রয়েছে ৩ জন।

আজ বুধবার (১৪ জুন) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এই পরিসংখ্যান জানিয়েছে।

সংগঠনটির হিসাব অনুযায়ী, মে মাসে সড়ক, রেল ও নৌ পথে মোট ৫৬৪টি দুর্ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। মোট ১২১টি সড়ক দুর্ঘটনায় ১১০ জন নিহত ও ১৫১ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট বিভাগে, ২৪টি দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছেন।

সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে যাত্রী কল্যাণ সমিতি জানায়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //