বেলারুশকে পারমাণবিক অস্ত্র দিলো রাশিয়া

রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সরবরাহ পেতে শুরু করেছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, বোমাগুলো হিরোশিমা ও নাগাসাকিতে ফেলা বোমার চেয়েও তিনগুণ বেশি শক্তিশালী।

আজ বুধবার (১৪ জুন) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রাশিয়া-১-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন লুকাশেঙ্কো।

রাশিয়ার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, এমন স্বল্প-পাল্লার কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারই প্রথম মোতায়েন করেছে মস্কো।

রুশ টেলিভিশন চ্যানেলকে দেওয়া লুকাশেঙ্কোর সাক্ষাৎকার বেলারুশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেলটার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা হয়েছে। সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, আমাদের কাছে এখন ক্ষেপণাস্ত্র ও বোমা রয়েছে; যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি।

এর আগে গত শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কৌশলগত পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে থাকবে। এসব অস্ত্র রাখার জন্য বিশেষ স্থাপনা প্রস্তুত হওয়ার পর সেগুলো বেলারুশে মোতায়েন শুরু করা হবে।

রাশিয়ার এই নেতা গত মার্চে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনে মস্কো রাজি হয়েছে বলে ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের একই ধরনের অস্ত্র মোতায়েনের দিকে ইঙ্গিত করে ওই ঘোষণা দিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্র পুতিনের এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান পরিবর্তনের কোনও আগ্রহ নেই। একই সঙ্গে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বলেও জানায় ওয়াশিংটন।

রাশিয়ার এই পদক্ষেপ মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাশাপাশি চীনও গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এক বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিরুদ্ধেও সতর্ক করে দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //