ডেঙ্গুতে দুই জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩ শতাধিক

গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসের ১৯ দিনেই মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যু হয়েছে। 

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩২৩ জন। এ নিয়ে চলতি মাসের ১৯ দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ৩ হাজার ২০৯ জন। 

আজ সোমবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সকাল ৮টা থেকে সোমবা সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন ৩২৩ জন। এর মধ্যে ঢাকার ভেতর ২৬০ জন এবং ঢাকার বাইরে ৬৩ জন। 

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১৫৮ জন। আর ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯১৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৩১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪ হাজার ৬৭ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ১৬৪ জন রয়েছে।

একই সময়ে দেশে মোট ছাড়প্রাপ্ত ডেঙ্গু রোগী ৪ হাজার ৩৭ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩ হাজার ১২৫ জন এবং ঢাকার বাইরে ৯৩২ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //