বিমানবন্দরে আন্ডারপাস নির্মাণসহ একনেকে ১৬ প্রকল্প অনুমোদন

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আন্ডারপাস নির্মাণসহ ১৬ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৩৬২ কোটি ১৪ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২০ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

একনেক সভা শেষে বিফ্রিংয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, বিমানবন্দর থেকে হাজীক্যাম্প বা রেল স্টেশনে সহজে এবং নিরাপদে যাতায়াতের জন্য আন্ডারপাস তৈরি করা হবে। এতে সড়ক দুর্ঘটনা যেমন কমবে, তেমনি রাস্তায়ও যানজটও কমবে বলে আশা করছি।

তিনি জানিয়েছেন, এই আন্ডারপাস দিয়ে জনসাধারণ মেট্রোরেল স্টেশন, বিআরটি স্টেশন, বিমানবন্দর টার্মিনাল ১, ২ ও ৩-এ যাতায়াত করতে পারবে।

এ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ১ হাজার ১৮৩ কোটি টাকা। আগামী জুলাইয়ে কাজ শুরু হবে। এক হাজার ৭০ মিটার এই পথচারী আন্ডারপাস নির্মাণ বাস্তবায়ন করবে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্রিগেড।

এদিকে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিতে সভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সরকারি প্রকল্পের ব্যয় কমাতে হবে। পাইপলাইনে থাকা বিদেশি অর্থছাড় করতে ইআরডিকে নির্দেশনাও দিয়েছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //