নেত্রকোণা-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা

নেত্রকোণা ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় তিস্তার ডালিয়া পয়েন্টে পানির সমতল বিপৎসীমা অতিক্রম করতে পারে। ফলে লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আজ সোমবার (৩ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী সুনামগঞ্জে সুরমা নদীর পানি ২৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

এছাড়া নেত্রকোণার কমলাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার ও দিরাইয়ে পুরাতন সুরমার পানি ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা, মনু-খোয়াই ছাড়া প্রধান নদ-নদীগুলোর পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে এলে চলমান বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

এদিন সকালের তথ্য অনুযায়ী, গঙ্গা-পদ্মায় পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থা আগামী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে আগামী ৪৮ ঘণ্টায় উত্তরাঞ্চলের তিস্তা ও ধরলা নদী এবং দুধকুমার নদের পানির দ্রুত বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩১৫ মিলিমিটার, ছাতকে ২১৮, লালাখালে ১৫১, রোহানপুরে ৯২, দিনাজপুরে ৬০, জাফলংয়ে ২৪৫, জারিয়াজাঞ্জাইলে ১৭৫, দুর্গাপুরে ১০৯, মহেলখোলায় ৯০, সিরাজগঞ্জে ৬০, পঞ্চগড়ে ২৩০, সুনামগঞ্জে ১৭০, গাইবান্ধায় ১০২, কানাইঘাটে ৭৮ ও ডালিয়ায় ৫৮ মিলিমিটার বৃষ্টিপাতের তথ্য রেকর্ড করা হয়েছে।

এছাড়া, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সিকিম, অরুণাচল, আসাম, মেঘালয় ও ত্রিপুরা অঞ্চলের শিলংয়ে ৫৭ ও জলপাইগুড়িতে ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।

সেই সঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সাবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //