কেজিপ্রতি ১০০ টাকা কমেছে আদার দাম

এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০০ টাকা কমেছে আদার দাম। বর্তমানে প্রতিকেজি ভারতীয় আদা ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ২৫০ টাকা দরে।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। তবে ভারত থেকে আমদানি বৃদ্ধি এবং ক্রেতা সংকট থাকার কারণে কমতে শুরু করেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

হিলি বাজারে আদা কিনতে আসা ইসমান হাওলাদার, আমার একটি খাবার হোটেল আছে। সেখানে প্রতি দিন আদার প্রয়োজন হয়। ঈদের আগে হোটেলে রান্না করতে অনেক কষ্ট পোহাতে হয়েছে। কারণ তখন প্রতিকেজি আদা ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে কিনতে হয়েছিল। তবে বর্তমানে প্রতিকেজি আদা ১৫০ থেকে ১৬০ টাকা দরে পাওয়া যাচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি মাসে ভারতীয় দুটি ট্রাকে ৩২ মেট্রিকটন আদা আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //