ডেঙ্গু জ্বর

হাসপাতালে ভর্তির রেকর্ড, ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ২ হাজার ২৯২ জন। এ নিয়ে চলতি বছর ১৭৬ জন ডেঙ্গুতে মারা গেলেন। যার মধ্যে ১২৯ জনেরই মৃত্যু হয়েছে চলতি জুলাই মাসে।

আজ রবিবার (২৩ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল কক্ষ থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানীর হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ৬৪ জন। বাকি ১ হাজার ২২৮ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ সময়ে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা ও একজন ঢাকার বাইরের। তবে ঢাকার আটটি হাসপাতাল ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তথ্য না দেওয়ায় প্রতিবেদনে যুক্ত করা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ৩২ হাজার ৯৭৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৯ হাজার ৯৪৯ জন এবং ঢাকার বাইরে ১৩ হাজার ২৮ জন হাসপাতালে ভর্তি হন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৮১ জন মারা যান। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //