একদিনে ডেঙ্গুতে প্রাণ গেলো ১০ জনের

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আরও ১০ জনের মারা গেছেন। যার মধ্যে ঢাকায় ৯ জন এবং ঢাকার বাইরে একজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩০ জুলাই) দুপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সার্ভিসেসের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৪৩ জন, ঢাকার বাইরে ১ হাজার ৫৯ জন। সর্বমোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ২০২ জন।

অধ্যাপক ডা. মো. শাহাদত হোসেন আরও জানান, ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫ হাজার ১০০ এবং ঢাকার বাইরে ৩ হাজার ৮৬১ জন। মোট চিকিৎসাধীন ৮ হাজার ৯৬১ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৩৭ হাজার ২০৭ জন হাসপাতাল থেকে ছুটি নিয়ে গেছেন। মোট ২৩৯ জন মারা গেছেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ডেঙ্গুতে ১১ থেকে ৫০ বয়সী মানুষ বেশি আক্রান্ত হচ্ছেন। ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার দেশের অন্যান্য জেলার তুলনায় বেশি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //