প্রথমবারের মতো পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
আজ বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন তিনি।
সিটিটিসির এক কর্মকর্তা জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে সিটিটিসির কার্যালয়ে আসেন পিটার হাস। তাকে স্বাগত জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শন সন্ত্রাসবাদ ও বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ তৈরিতে সহায়ক ভূমিকা করবে বলে মনে করেন সিটিটিসির কর্মকর্তারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh