ভারত-বাংলাদেশ অংশীদারিত্বের উদীয়মান ক্ষেত্র : ভার্মা

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাণিজ্য, পরিবহন ও জ্বালানিকে ছাড়িয়ে ভারত-বাংলাদেশ অংশীদারিত্বে ডিজিটাল যোগাযোগ একটি দ্রুত উদীয়মান ক্ষেত্র।

আজ রবিবার (২৭ আগস্ট) চট্টগ্রামে ভারত সরকারের কনসেশনাল লাইন অব ক্রেডিটে নির্মাণাধীন একটি আইটি পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।

হাইকমিশনার আশা প্রকাশ করেন, এটি দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

আইসিটি খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতার ক্ষেত্রে প্রকল্পটির গুরুত্ব তুলে ধরেন।

ভারত সরকারের প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার কনসেশনাল লাইন অব ক্রেডিটের আওতায় বাংলাদেশের ১২টি জেলায় আইটি/হাইটেক পার্ক স্থাপনের যে প্রকল্প রয়েছে- চট্টগ্রামের এই আইটি পার্কটি তার অংশ।  

প্রকল্পটি ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যকেও এগিয়ে নেবে। এছাড়াও এটি ২০৪১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের যে রূপকল্প আছে- তাও বেগবান করবে।

হাইকমিশনার ভার্মা এই প্রকল্পটির ওপর তার আস্থা ব্যক্ত করে বলেন, এই আইটি পার্কগুলো বাংলাদেশে আইটি শিল্প ও আইটি পরিষেবা প্রচারে গুণগত মান উন্নয়নে সহায়ক হবে। প্রতিটি পার্কে ৩ হাজার লোকের সরাসরি কর্মসংস্থান ও ১ হাজার লোককে প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রকল্পে গ্রিন বিল্ডিং নির্মাণ করা হবে- যা জ্বালানী সাশ্রয়ী ও পরিবেশ-বান্ধব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //