সংবিধান অনুযায়ী অপরাধ করার সময় যে আইন বলবৎ ছিল সে আইনেই বিচার চলবে ও সাজা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, তবে সাইবার নিরাপত্তা আইনে উল্লেখ আছে, যদি নতুন আইনে সাজা অধিক হয় তা দেওয়া যাবে না। কোনো ভিন্নতর সাজা দেওয়া যাবে না।
আজ মঙ্গলবার (২৯ আগস্ট) এসব কথা বলেন আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, সংবিধানের ভেতরে থেকে ডিজিটাল নিরপত্তা আইনে চলমান মামলার সাজা কীভাবে সাইবার নিরাপত্তা আইনের মতো করা যায় তা নিয়ে চিন্তা ভাবনা চলছে।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন নিয়ে সংসদীয় কমিটির বৈঠকে অংশীজনদের ডাকা হবে ও তাদের মতামতের প্রতিফলন থাকবে।
মন্ত্রী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার মামলা বিচারধীন থাকায় কিছু বলা যাবে না। তবে তার আইনজীবীরা আইনের নাম পরিবর্তনের কথা আদালতকে জানিয়ে বিবেচনার কথা বলতে পারেন।
তিনি বলেন, ড. ইউনুসের মামলার বিষয়ে- সাধারণ মানুষ করলে বিচার হবে, কিন্তু বিজ্ঞ মানুষরা করলে বিচার করা যাবে না, এই সংস্কৃতি তৈরি করা যাবে না।
তারেক রহমানের মামলা- সকল পক্ষের কাছে আবেদন করব আদালতের মর্যাদা যেন কেউ হানি না করে। রাজনীতির কারণে আদালতকে কলুষিত করবেন না।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : আইন সংবিধান আইনমন্ত্রী আনিসুল হক
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh