মশা না কমলে ডেঙ্গু রোগী কমবে না: স্বাস্থ্যমন্ত্রী

মশা না কমলে ডেঙ্গু রোগীর সংখ্যা কমবে না। আমাদের আগে মশা নিধন করা প্রয়োজন। এছাড়াও ডেঙ্গু চিকিৎসার জন্য সরকারিভাবে ৭ লাখ স্যালাইন আমদানির কার্যক্রম সম্পন্ন হয়েছে, অতি দ্রুত স্যালাইন চলে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের জিরানি এলাকার বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালের হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

এসময় মন্ত্রী জানান, হাসপাতালগুলোতে স্যালাইন সংকট না থাকলেও বাজারে স্যালাইনের অভাব দেখা দিচ্ছে। তাই সরকারিভাবে ৭ লাখ স্যালাইন দ্রুত বাজারে আমদানি করার কার্যক্রম সম্পন্ন হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশে স্যালাইন চলে আসবে। 

মন্ত্রী বলেন, চিকিৎসা দেওয়ার পাশাপাশি আমরা টেলিভিশন, পত্রিকায় সচেতনতামূলক বিজ্ঞাপন ও মাইকিং করছি। যে কাজটি সিটি করপোরেশনের সেটিও আমরা করছি।

এর আগে স্বাস্থ্য মন্ত্রী বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালে আই কেয়ার ইউনিট ও অগ্নি নির্বাপণ ব্যবস্থা উদ্বোধন করেন। এসময় তিনি বাংলাদেশ-কোরিয়া মৈত্রী হাসপাতালের হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন।

এসময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ান রাষ্ট্রদূত এইচ.ই পার্ক ইয়ং সিক। এছাড়া বিশেষ অতিথি ছিলেন- হাসপাতালটির বাস্তবায়ন সংস্থা কেওইসি-এর ভাইস প্রেসিডেন্ট লি ইউন-ইয়ং, স্বাস্থ্য সেবা খাতের অতিরিক্ত সচিব নাসিমা খানম, কেওইসিএর দেশ পরিচালক তেয়ং কিম এবং স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। 

উল্লেখ্য, ২০১৪ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া সরকারের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের নির্বাচিত অঞ্চলে অপ্রয়োজনীয় অন্ধত্ব প্রতিরোধ ও চোখের স্বাস্থ্য উন্নয়ন’ প্রকল্পটি শুরু হয়। দক্ষিণ কোরিয়া সরকার প্রকল্পটিতে ৯.৪ মিলিয়ন মার্কিন ডলার অনুদান করে এবং কোরিয়া আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কেওইসি) এটি বাস্তবায়িত করে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //