নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম
পুলিশ সদস্য কোনো ধরনের অপকর্ম করলে বা অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, পুলিশ সদস্যের অপকর্মের দায়ভার বাহিনী বহন করবে না।
আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইনসে ঢাকা রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আগামীতে স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ আইনানুগ দায়িত্ব পালনে প্রস্তুত।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছে। পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। এ অবস্থা ধরে রাখতে পুলিশ সদস্যদেরকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের বিভিন্ন প্রস্তাবনা আইজিপির সামনে তুলে ধরেন। তিনি তাদের কথা শোনেন এবং সম্ভাব্য সমাধানের আশ্বাস দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh