নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৪ পিএম
অতিরিক্ত ভোল্টেজের বিদ্যুৎ ব্যবহার করায় আগে থেকেই রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ছিল। আর এ কারণেই তার লোড না নেওয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের সৃষ্টি হয়েছে, নাকি কেউ আগুন ধরিয়ে দিয়েছে এসব বিষয় খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস।
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম।
আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, এ মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ছিল। আমাদের ক্ষমতার মধ্যে যা করার ছিল আমরা তা-ই করেছি। অন্য সংস্থাগুলো এ বিষয়ে বলতে পারবে তারা কী ব্যবস্থা নিয়েছে। তিনি বলেন, ৩০০ থেকে ৪০০ কিলোওয়াট ধারণক্ষমতা থাকলেও অতিরিক্ত লোড দিয়ে বিদ্যুৎ ব্যবহৃত হয়ে আসছিল মার্কেটে। নির্ধারিত লোড থাকার পর যদি অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা হয় তাহলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের একটা শঙ্কা থেকে যায়।
মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘটনাস্থলে পৌঁছার আগেই মার্কেটের চার ভাগের তিন ভাগে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন যেন মার্কেট থেকে আশপাশের ভবনে ছড়াতে না পারে সে বিষয়টি নজরে রেখে আমরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি এবং আগুন নিয়ন্ত্রণে আমাদের বেশ সময় লেগে যায়।
তিনি বলেন, দ্রুত আমাদের পানি শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে আমরা ওয়াসাসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে পানি সরবরাহের বিষয়টি নিশ্চিত করি।
আগুনের সূত্রপাত কোনো মুদির দোকান থেকে, নাকি কেউ লাগিয়ে দিয়েছে, না বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে, নাকি সিগারেট থেকে এসব বিষয় দেখতে তদন্ত কমিটি করে দেওয়া হবে বলে জানান তিনি।
তাজুল ইসলাম আরো বলেন, কোন দোকান থেকে আগুন লেগেছে তা তদন্ত সাপেক্ষে বলা সম্ভব। তবে একপাশে বেকারির দোকান ছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ফোন করার পর ফায়ার সার্ভিস রেসপন্স করেনি এমন অভিযোগ সত্য নয় বলেও দাবি করেন এই কর্মকর্তা। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে উৎসাহী জনতার ভিড় অনেকটাই কাজে ব্যাঘাত ঘটায়। অনেকেই সহায়তা করতে চান, তবে এটা আমাদের কাছে সমস্যা মনে হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : মোহাম্মদপুর কৃষি মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম
© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh