জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, জলবায়ু পরিবর্তন অনির্বায্য বাস্তবতা। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতির শিকার বাংলাদেশ।

আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকনমিক কো-অপারেশন এন্ড ডেভেলপমেন্ট ও ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে পরিচালিত আরবান ম্যানেজমেন্ট অব ইনটারনাল মাইগ্রেশন ডিউ টু ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

প্রতিমন্ত্রী বলেন, একবিংশ শতাব্দীতে সারা বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। বিশ্বে তুষারপাত, জলোচ্ছ্বাস, সাইক্লোনও দাবানলের মত প্রাকৃতিক দুর্যোগ আগের চেয়ে অনেক বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের এই ঝুঁকি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তুলে ধরেছেন। এসব মোকাবেলায় সকল দেশকে সমন্বিতভাবে পদক্ষেপ নিতে হবে।

প্রতিমন্ত্র্রী আরও বলেন, আামাদের দেশ জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বিভিন্ন সময়ে জলবায়ুজনিত প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে আঘাত হানছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন বেড়েছে। এসব কারণে আমাদের অনেক মানুষ পৈত্রিক নিবাস ছেড়ে এসে শহরে আশ্রয়  নিচ্ছে।

প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সরকারের নানামূখী পদক্ষেপের কথা আলোকপাত করে বলেন, প্রধানমন্ত্রী এ সমস্যা মোকাবেলায় অনেক কর্মসূচি নিয়েছেন এবং সেগুলো বাস্তবায়িত হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় দাতা সংস্থার নীতি ও লক্ষ্যের সাথে মিল রেখে অনেক উদ্যোগ গ্রহণ করেছে। যেগুলো বাস্তবায়নের কৌশল নির্ধারণে গবেষণা হলে একসাথে কাজ করা যাবে। ঢাকা, চট্টগ্রাম, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের  কারণে বস্তিবাসী হওয়া জনগণের জন্য সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করলে তাদের দুর্ভোগ  লাঘব হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //