‘কূটনৈতিক নীতিমালার বাইরে গিয়ে স্বাধীন রাষ্ট্রে হস্তক্ষেপ কাম্য নয়’

আমরা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও সকলের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন চাই। কিন্তু কোনো কোনো বিদেশি রাষ্ট্র কূটনৈতিক নীতিমালার বাইরে গিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করছে,  এটা কাম্য নয়। বিদেশিদের এই অযাচিত হস্তক্ষেপে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আঘাত আসছে বলে মন্তব্য করেন গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব উদযাপন কমিটির আহবায়ক গোলাম কুদ্দুছ। 

আজ বুধবার (৪ অক্টোবর) গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত সেপ্টেম্বর মাসে ভিসা নিষেধাজ্ঞা দেয়ার সিদ্ধান্তের কথা জানায়।

বিজ্ঞপ্তিতে কারো নাম উল্লেখ করা না হলেও যাদের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তাদের বিষয়ে বলা হয়, এনারা বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, ক্ষমতাসীন ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিচারবিভাগের সদস্য এবং নিরাপত্তা সংস্থার সদস্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র বিভাগ বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে ক্ষুণ্ন করেছে বা এর জন্য দায়ী কিছু বাংলাদেশি নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়ার পদক্ষেপ নিচ্ছে। এই ব্যক্তিদের মধ্যে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ক্ষমতাসীন রাজনৈতিক দল এবং রাজনৈতিক বিরোধী দল।

যাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে সেসব ব্যক্তি বা তাদের পরিবারের সদস্যরা হয়তো যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2023 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //